Municipal Market Branch

 Home / Municipal Market Branch

বাজার শাখার কার্যক্রম : 

বাজার শাখার কার্যক্রম :

* হাট বাজার ইজারা প্রদান।

* পুকুর ইজারা প্রদান।

* বাস টার্মিনাল ইজারা প্রদান।

* পাবলিক টয়লেট ইজারা প্রদান।

* দোকান ভাড়া প্রদান।

* দোকান ভাড়া আদায়।

 

পৌরসভার ইজারাকৃত হাট-বাজার সমূহ:-

১। বাজিতপুর হাট   

২। বৈল্লার হাট   

৩। পার্ক বাজার   

৪। ছয় আনী বাজার    

৫। বটতলা বাজার  

৬। পশু জবাই ফি।

উপরোক্ত হাট-বাজার ও পশু জবাই ফি বাংলা ১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক ছরের জন্য ইজারা দেওয়া হয়।)

 

টাংগাইল পৌরসভাধীন পাবলিক টয়লেট সমূহ নিম্নরুপ :

১। পার্ক বাজার পাবলিক টয়লেট। 

২। জেলা সদর পাবলিক টয়লেট।

৩। নতুন বাস টার্মিনাল পাবলিক টয়লেট। 

৪। বেবী স্ট্যান্ড পাবলিক টয়লেট।

৫। বাস টার্মিনাল মার্কেট পাবলিক টয়লেট।

৬। নিরালা মোড় পাবলিক টয়লেট।

(উপরোক্ত পাবলিক টয়লেটগুলো১ জুলাই হতে ৩০শে জনু পর্যন্ত এক ছরের জন্য ইজারা দেওয়া হয়।)

 

টাংগাইল পৌরসভাধীন পুকুর ইজারা সমূহ নিম্নরুপ :

১। সাবালিয়া  পুকুর  

২। ছয় আনী পুকুর   

৩। পূর্ব আদালত পাড়া পুকুর   

 

উপরোক্ত পুকুরগুলো বাংলা ১লা বৈশাখ হতে ৩০ চৈত্র পর্যন্ত এক ছরের জন্য ইজারা দেওয়া হয়।)

 

টাংগাইল পৌরসভাধীন বাস টার্মিনাল সমূহ নিম্নরুপ :

১। নতুন বাস টার্মিনাল।  

(উপরোক্ত বাস টার্মিনাল১ জুলাই হতে ৩০শে জনু পর্যন্ত এক ছরের জন্য ইজারা দেওয়া হয়।)

এই পাতাটি ডাউলোড করুন: (Word File)

  •   Post office: Tangail, upajela Tangail,  District-.TangailEstd: 1 July 1887 .Phone: 092163320, Fax Number: 092163600E-mail : tangailpourashava@yahoo.comweb: http://tangailpourashava.gov.bd
  •   Phone: ০৯২১৬৩৩২০
  • tangailpourashava@yahoo.com

photo gallery